নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের রহমত উল্যাহ মার্কেট সংলগ্ন কমন ফ্যাসিলিটি সেন্টার (সি এফ সি)এ স্মালহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রেজেক্ট ( এসএসিপি)এর আওতায় কৃষক গ্রুপদের সাথে মতবিনিময় সভা করেন সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাতিসংঘের( UNDP) সংস্থা এবং SACP।
এই সময় জাতিসংঘের সংস্থার কর্মকর্তারা -কৃষকদের কৃষি বিষয় নিয়ে আলোচনা করেন। এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে সচেতনতা ও পরামর্শ প্রদান করেন।
এই সময় কৃষকদের মাঝে বক্তব্য রাখেন -উপ প্রকল্প পরিচালক, এসএসিপি এর ,আবু সিয়াম জুলকারনাইন, একরাম উদ্দিন , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী।
মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার, ও বিশ্ব খাদ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বর্গ।
অনুষ্ঠান শেষে কৃষক সিরাজ উদ্দিনের বাজারজাত করণ সবজি গুলো পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এবং বিভিন্ন কৃষকদের প্রদর্শনী পরিদর্শন করেন
Leave a Reply