পবিত্র কোরআনে সূরা তাইসিরুলে এরশাদ হয়েছে “মু’মিনরা পরস্পর ভাই ভাই, কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি-সমঝোতা স্থাপন কর, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা দয়া প্রাপ্ত হও।”
ভাইয়ে ভাইয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বাঁধনকে দৃঢ় করা এবং সকল সৃষ্টি কূলের জন্য দোয়া করার লক্ষ্যে সুবর্ণচরের ৩নং চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজারের নিকটস্থ ১নং কলোনী জামে মসজিদে প্রবাসীদের উদ্যোগে শনিবার (৮ মে) ধর্মীয় আলোচনা, দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়।
এ সময় প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মো. আজিজুর রহমান পবিত্র কোরআন হাদীসের আলোকে ধর্মীয় আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন। ধর্মীয় আলোচনা ও দোয়া শেষে শতাধিক উপস্থীতিকে নিয়ে উক্ত মসজিদে ইফতারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থীত ছিলেন ১নং কলোনী জামে মসজিদের সভাপতি ও সৈকত বিশ্ব বিদ্যালয় কলেজ এর অধ্যাপক মো. মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার জহিরুল ইসলাম, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আবদুল রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, হামিদুর রহমান ফরিদ (সৌদী আরব প্রবাসী), মো. এনায়েত উল্যাহ (সাবেক ইউপি সদস্য), আলমগীর হোসেন ভূঁইয়া (ইউপি সদস্য পদ প্রার্থী), মো. আবু তাহের (সদস্য: মসজিদ কমিটি), মো. সেলিম সওদাগর প্রমূখ।
এইস. ই. আলী বিন সাদ আল-খারাজি (এম্বাসেডর: কাতার) এর ব্যবস্থাপনায় এবং ড. সাহাব উদ্দিন এর সহযোগিতায় এবং উপস্থীত মুসল্লীদের আন্তরিক প্রচেষ্টায় ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠান এবং ইফতারের আয়োজন সুন্দর ভাবে সু-সম্পন্ন হয়।
Leave a Reply