নোয়াখালীর সুবর্ণচরে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট( ব্রি)গাজীপুর কর্তুক আয়োজিত, বোরো ফসল কর্তনোত্তর কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২১ মে) সকাল ১০ টায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার হলরুমে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভোমিকের সঞ্চালনায়,সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ( ব্রি)গাজীপুর,উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শাহানা পারভীন’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাইফুল ইসলাম সুমন, (নির্বাহী পরিচালক সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.এবিএম জাহিদ হোসেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ (ব্রি) গাজীপুর তিনি বলেন এবছর সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা চরবাটা, পূর্ব চরবাটা, চরজুবলী, চর আমানউল্লাহ, চরক্লার্ক, মোহাম্মদপুর ও হাতিয়া বাজার ইউনিয়ন এর ৭ টি শাখার ২৭ জন কৃষক এর মাঝে আমরা ব্রি, গাজীপুর সেচ মৌসুমে ৭৭ বিঘা বা ১৪৪ কানি জমিতে ব্রি ধান৬৭,৮৯, ৯২,৯৭,৯৯, ১০০,১০২, ব্রি হাইব্রিড ধান৩,৫ চাষ করিয়েছি৷ এর মধ্যে ব্রি ধান ৬৭,৯৭,৯৯ হলো লবনাক্ত সহনশীল জাত, ব্রি ধান ৮৯,৯২ হলো উচ্চ ফলনশীল জাত যার ফলন বিঘা প্রতি বা প্রতি ৪ গন্ডায় ৩৩ মন পর্যন্ত হয়৷ এ জাত দুটি বোরো মৌসুমের মেগা ভ্যারাইটি ব্রি ধান ২৮, ২৯ এর বিকল্প হিসেবে ইতিমধ্যে সারাদেশে জনপ্রিয়তা লাভ করেছে৷ ব্রি ধান ১০০ হলো বঙ্গবন্ধু ধান, ১০০ ও ১০২ জিঙ্ক সমৃদ্ধ হওয়ায় এ অঞ্চলের জনগনের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে৷ গত কয়েকবছর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় অত্র অঞ্চলের কৃষকেরা বিভিন্ন নতুন জাত এর ধান ও সার সহায়তার সুযোগ পাওয়ায় সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ৷ আমরা আশা করি এ কার্যক্রম অব্যাহত থাকবে৷ সভাপতির বক্তব্যে বলেন আমরা বাংলাদেশের সকল কৃষককে বীজ সরবরাহ করবো এবং কৃষিকে আরো আধুনিক করে গডে তুলবো পরিশেষে আগত সকল কৃষককে ধন্যবাদ দিয়ে এবং আগামী দিনে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply