নোয়াখালী জেলার দক্ষিণে বসবাসরত মানুষের যাতায়াতের প্রধান সড়ক হলো সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়ক। গত কয়েক বছর ধরে, সড়কের বেহাল দশা।নিত্য ঘটে কোনো না কোনো দুর্ঘটনা, গত কয়েক বছরে প্রাণ গিয়েছে অনেকের। সড়কের বেহাল দশার কারণে বাড়ছে গাড়ির ভাড়া।অন্য দিকে এই সড়কের বাস চলাচল করলে ও এখন আর দেখা যায় না।
বুধবার (১৭মে) সকাল ১০ টায় ডেসটিনি কলেজ ও মোহাম্মদপুর যুব সংগঠনের আয়োজনে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এছাক মুন্সির হাটের দক্ষিণ পাশে ডেসটিনি কলেজের সামনে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা৷
মানববন্ধনটি মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডেসটিনি কলেজ ছাত্র লীগের সভাপতি মো. রুবেল চৌধুরী, যুব সংগঠনের সদস্য তারেক আজিজ, নোমান, মোস্তফা স্যার, হুমায়েরা, তানজিনা, শাহেনুর সহ ডেসটিনি কলেজের শিক্ষার্থীরা ৷
শিক্ষার্থীরা সোনাপুর টু আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও বাস চলাচল চালুর জন্য দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান৷ এছাড়াও দ্রুত সড়কটি সংস্কার না করলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
পরে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
Leave a Reply