আমরা বাঙালিরা উৎসব প্রিয়, মানুষ কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বন লেগে আছে। আর এই পার্বনে ঈদ ও তার ব্যতিক্রম নয়।
মুসলমানদের সব চেয়ে বড় ঈদ উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন” ১৫ মে ৩নং চরক্লার্ক এর চৌধুরী মার্কেটে সকাল ১০টার সময় উক্ত ফাউন্ডেশন’র নিজ কার্যালয়ে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও অনুদান হস্তান্তরের আয়োজন করে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত এই মিলনমেলা ছিল ছুটিতে থাকাসুবর্ণচরের সর্বস্তরের প্রবাসীদের পর্দাপণে মুখরিত।
ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে যোগ দিতে মিলনায়তনে সকাল থেকেই ভিড় করতে থাকেন সুবর্ণচরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সর্বস্তরের প্রবাসী, তাদের অভিভাবক এবং বিশিষ্টজনেরা।
মোঃ শাফায়েত এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা লগ্নে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন, মাস্টার মোঃ আলী হোসেন।
ইতিমধ্যে সুবর্ণচরবাসীরা অবগত হয়েছেন যে, অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর ছুটে চলছেন “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন”। তাইতো “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন” এর ঈদ পুনর্মিলনীতে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে হৃদয়ে ভালোবাসা নিয়ে অংশ গ্রহণ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাপরিচালক সিরাজ ইবনে মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন, এ্যাড. মো. আবুল বাশার (চেয়ারম্যান: ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদ), বিশেষ অতিথি হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মো. দিদারুল আলম সাহাব উদ্দিন (সাবেক চেয়ারম্যান: ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদ), মো. গোলাম মাওলা এম.সি.সি, আলহাজ্ব মো. বশির আহমেদ (সভাপতি: ৩নং চরক্লার্ক ইউনিয়ন বিএনপি), বেলাল হোসেন সুমন (আহ্বায়ক: সুবর্ণচর উপজেলা যুবদল), মাস্টার আবদুল হালিম উল্যাহ, মাস্টার আবুল কাশেম, আজিজুল হক চৌধুরী, মো. সিদ্দিক উল্যাহ, মোঃ আলী রিপন, কামরুল হাসান, এবং আবদুল জলিল ।
সুবর্ণচরের অসহায় মানুষের আস্থা ও ভালোবাসার বিশ্বস্ত মাধ্যম হিসেবে সুখ্যাতী অর্জণ করা এই ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে অর্থবহ বক্তব্য রাখেন মো. বাহার উদ্দিন (সিনিয়র সহ-সভাপতি: ইতালি শাখা), মো. আবুল কাশেম (সভাপতি: দক্ষিণ আফ্রিকা শাখা), গোলাম রায়হান (তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: কার্য নির্বাহী কমিটি), মো. কেফায়েত উল্যাহ, মোঃ দিদারুল আলম প্রমূখ রেমিট্যান্স যোদ্ধা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত শাখার মো. আরিফ সিদ্দিকি, মো. হানিফ আল মিনহাজ, জমির উদ্দিন, ও মোঃ নোমান হোসেন। সৌদী আরব শাখার শাহাদাত হোসেন, তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন কাতার শাখার আব্দুল কাদের বিন ইব্রাহিম, মোশারেফ হোসেন, মোঃ দুলাল উদ্দিন ও ছায়দুল হক আফছার। উপস্থিত ছিলেন ওমান শাখার মোঃ হাছান, বেলায়েত হোসেন কুয়েত শাখা পরিচালক মোঃ জাহেদ হাসান ও কোষাধ্যক্ষ মোঃ নুর হোসেন ।
আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মালেক, এস এম রফিক, জাহাঙ্গীর আলম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবাসীদের অভিভাবক ও ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
সুবর্ণচরের মানুষের মধ্যে যারা অর্থনৈতিক দৈন্য দশার দরুন মৌল মানবীক চাহীদা পূরণ করতে পারছেন না, তাদের পাশে “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন” ছিল আছে এবং থাকবে এমনটি মহাপরিচালক সিরাজ ইবনে মোস্তফা সহ একাধিক প্রবাসী তাদের বক্তব্যে প্রকাশ করেন।
প্রকৃত পক্ষে তারা যথার্থ বলেছেন, যা আমরা পূর্ববর্তী বক্তাদের বক্তব্যের মাধ্যমেও জেনেছি।
তেমনি উজ্জ্বল দৃষ্টান্ত- ঈদ পুনর্মিলনী সভা শেষে তিনজন হত দরিদ্রের মাঝে নগদ অর্থ প্রদান। উপকার ভোগিরা বলেন, আমরা “সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন”কে এত ভালোবাসি যা বোঝানোর ভাষা আমাদের জানা নেই।
Leave a Reply