নির্বাচনকে সুষ্ঠু এবং জবাবদিতামূলক প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী কঠোর ভূমিকা পালন করবে বলে ঘোষনা দিয়েছেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
নাটোর জেলার গোপালপুর ও গুরুদাসপুর পৌর নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট ও প্রার্থীদের সঙ্গে আলাদা আলাদা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৪ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুরের ইউএনও ও রিটার্নিং অফিসার তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সভায় আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব (নারিকেল গাছ) ও বিএনপি এড. আজমুল হক বুলবুল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী ডা. মোহাম্মদ আলী (জগ) নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন- অনেক প্রার্থীই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। নিয়মের বাইরে গিয়ে যত্রতত্র নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এসব ক্যাম্পে গভির রাত পর্যন্ত লোক সমাগম ঘটছে। অনেকেই আবার হুমকি দিচ্ছেন। তাতে নির্বাচনী মাঠের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। তারা এসব সমস্যার সমাধান চেয়ে অবাধ সুষ্টু নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানান।
এসময় মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের শাহনেওয়াজ আলী (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব (নারিকেল গাছ), বিএনপির আজমুলহক বুলবুল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোহাম্মদ আলী (জগ), মোঃ আমজাদ হোসেন (মোবাইল ফোন) ও মোঃ আব্দুস সালাম রনি (ক্যারামবোর্ড) উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আছলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক প্রমুখ।
সোমবার ৪ জানুয়ারি বিকালে লালপুর উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা ইউএনও ও রিটার্নিং অফিসার উম্মুল বানীন দ্যূতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এসময় মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের রোকসানা মোর্তজা লিলি, বিএনপির শেখ আব্দুল্লাহ আল মামুন কচি, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম বিমল, আবদুল হান্নান, সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কোন অবস্থাতেই পৌর নির্বাচনকে প্রভাবিত হতে দেওয়া হবে না। প্রশাসন গ্রহন যোগ্য একটি নির্বাচন প্রার্থীদের উপহার দেবেন। এছাড়া তারা সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলারও আহ্বান জানান।
গোপালপুর ও গুরুদাসপুর পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী গোপালপুর ও গুরুদাসপুর পৌরসভায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Leave a Reply