সোনাইমুড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ১নোয়াখালী সোনাইমুড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও চোরা সহ বিভিন্ন মামলার পালাতক আসামি রেজা আহমদ অভি (২৩) কে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, একই দিন সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র পাইপগান ও একটি চোরা সহ আটক করা হয়। সে ওই এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অস্ত্র আইনে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply