নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার পিরোজপুর ও শম্ভূপুর ইউনিয়নের ৩০টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও শাখার উপ-ব্যবস্থাপক মো. রিফাত আবদুল্লাহ এবং সোনারগাঁও থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার ও সেকেন্ড অফিসার এসআই পঙ্কজ কান্তি সরকার।
এসময় তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও শাখার উপ-ব্যবস্থাপক মো. রিফাত আবদুল্লাহ বলেন, মোগরাপাড়া, পিরোজপুর ও শম্ভুপুরা ইউনিনের প্রায় ৩০টি গ্রামের ২৫ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাসের সংযোগের বিরুদ্ধে অব্যহত রয়েছে। যা পর্যায়েক্রমে সোনারগাঁওয়ের পার্শ্ববর্তী আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
Leave a Reply