কফিল পদ্ধতি পুরোপুরি বাতিল হচ্ছে না, তবে প্রবাসী শ্রমিকদের সুবিধার্তে কফিল পদ্ধতিতে নতুন সংস্করণ এনেছে সৌদি সরকার।
নতুন সংস্কারন ১৪ মার্চ, ২০২১ ইং আজ হতে চালু হচ্ছে।
নতুন পদ্ধতি চালু হলে যেসব সুবিধা পাওয়া যাবে-
১) চলমান চুক্তি শেষে চাকুরি ট্রান্সফারের জন্য কফিলের পারমিশন নিতে হবে না। চুক্তিবদ্ধ অবস্থায় নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেয়া যাবে
২) এক্সিট, রি-এন্ট্রি ভিসার জন্য কোন পারমিশন লাগবে না
৩) চাকুরির চুক্তি শেষে কর্মী সহজেই ফাইনাল ভিসা নিতে পারবেন। কোন প্রকার পারমিশন লাগবে না
৪) কফিল হুরুব লাগাতে পারবে না
সৌদি আরব কর্মচারীদের তাদের নিয়োগকর্তাকে পরিবর্তন করতে এবং তার ‘শ্রম সম্পর্কিত সম্পর্ক উদ্যোগের’ অংশ হিসাবে নিয়োগকারীর সম্মতি ছাড়াই প্রস্থান / পুনরায় প্রবেশ ভিসার জন্য অনুরোধ করতে পারবে শ্রমিক নিজেই “আবশার” একাউন্টের মাধ্যমে ।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী রিয়াদে এক সংবাদ সম্মেলনের সময় এই নতুন সংস্কারের ঘোষণা দিয়েছে।
২০২১ সালের মার্চ মাসে কার্যকর হবে নতুন সংস্কারগুলি।
এই উদ্যোগের ফলে শ্রমিক যেকোন সময় তার কর্ম পরিবর্তন করতে পারবেন তার নিয়োগকর্তার অনুমতি ছাড়া।
সেই সাথে ছুটিতে যাওয়া এবং সৌদিতে ফিরে আসার ভিসার জন্য নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন পড়বে না।
অধিকন্তু, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রক বলেছে যে এই সমস্ত নতুন উদ্যোগ এখন নিয়োগকর্তার সম্মতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘আবশার’ এবং মন্ত্রকের বৈদ্যুতিন ওয়েব পোর্টালের মাধ্যমে এই তিনটি পরিষেবা জনসাধারণের কাছে উপলব্ধ করা হবে।
Leave a Reply