ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দশম শ্রেণির (১৫) এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার সময় মাসুদ মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
বুধবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর ফুলতুলি এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের কাদির মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় চান্দুরা ইউনিয়নের আলাদাউতপুর ফুলতলি নামক স্থানে মাসুদ মিয়া (২১) রাস্তা রোধ করে। পরে মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটির চিৎকারে আশেপাশের মানুষ গিয়ে বখাটেকে আটক করে। পরে মেয়ের বাবা খবর পেয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়।
মেয়ের বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়ের সাথে রাস্তায় যা হয়েছে আইনের মাধ্যমে তার বিচার চাই।
ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান বকুল জানান, এ ব্যাপারে আমাকে পাশের ইউনিয়ন চান্দুরার এক মেম্বার ঘটনাস্থল থেকে জানালে আমি পুলিশ পাঠিয়ে বখাটেকে আটক করার কথা বলি। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আইনের মাধ্যমে বখাটের শাস্তির দাবি জানান তিনি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মেয়ের বাবার ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থল থেকে বখাটেকে আটক করা হয়েছে। মেয়ের বাবা বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। বখাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply