শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশাত্মবোধ স্বাধীনতার চেতনা ও মর্যাদার জন্য লড়াইয়ের মানসিকতা নিয়ে শিশুদের বড় হতে হবে।
সোমবার বেলা সোয়া ৫টার দিকে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জয়বাংলা গেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা পদক প্রাপ্ত ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ( এমপি), অ্যাড. জাকিয়া তাবাসুম জুই এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, স্পেশাল পিপি অ্যাড শামসুর রহমান পারভেজ, ভাইস চেয়ারম্যান জোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানুসহ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply