বিজয় শিখা বাংলাদেশে আসবে ২১ মার্চ, দুই দেশ প্রদক্ষিণ শেষে দিল্লিতে ফিরবে ১৬ ডিসেম্বর।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, ভারতীয় হাইকমিশনের ডিফেন্স উইং এক চিঠিতে এই প্রস্তাব দিয়েছে। চিঠিতে বলা হয়েছে গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এই বিজয়শিখা প্রজ্জলন করেন।
ভারত তাদের উদযাপনের কেন্দ্রে রেখেছে এই বিজয় শিখা র্যালি। এটি পুরো বছর ব্যাপী দেশটির সব গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করবে। ভারতের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের ভেতরে এই শিখা ভারতীয় ৩ সশস্ত্র বাহিনীর মডিফাই করা হালকা যান ও ৬টি বেসামরিক গাড়িতে এই শিখা বহন করা হবে।
ভারতের এই দলে থাকবেন ৫ জন অফিসার, ৪ জেওসি এবং তিন বাহিনী থেকে অন্যান্য র্যাংকের ২০ জন। এছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ১০টি যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনার ২০ জন সাবেক কর্মকর্তাকেও রাখতে চায় দেশটি। তারা বলছে, পুরো অনুষ্ঠানের খরচ বহন করবে দিল্লি। [৬] ভারতের ভেতরেও মুক্তিযোদ্ধারা এই বিজয়শিখা বহন করতে পারবেন।
Leave a Reply