স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ আছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে শুরু করেন।
সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।
Leave a Reply