বাবা মায়ের একমাত্র সন্তান আবদুল কাইয়ুম নাঈম। নানার পরিবারের অনেকেই আমেরিকা থাকেন। নিজেও যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। স্বপ্ন ছিল আমেরিকা গিয়ে পরিবারের হাল ধরবেন। তার সে স্বপ্ন সড়কেই শেষ করে দিল একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকার ২৭ প্লাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে তার মৃত্যু হয়।
নিহত নাঈম কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ছমাদআলী হাজী বাড়ি ওরফে মাইজ্জা মিয়ার বাড়ির আবদুর রহীমের ছেলে। তিনি বাবার সঙ্গে পাইপ পিটার,গ্যাস ও ইলেকট্রিকের কাজ করতেন।
নিহতের বন্ধু শরীফ জানান, গত মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে নাঈম সিরাজপুর ইউনিয়নের চাভিটি এলাকায় যায়। কাজ শেষে মোটরসাইকেল নিয়ে পাশের সংযোগ সড়ক থেকে বসুরহাট থেকে কবিরহাটের প্রধান সড়কে উঠতে গেলে একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আহত হন।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় ২৭ প্লাস হাসপাতালে অপারেশন শেষে আইসিইউতে বৃহস্পতিবার সকাল ৬টায় তিনি মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওইদিন তাকে ধাক্কা দিয়ে সিএনজিটি পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় বলে তার স্বজনরা জানিয়েছেন।
Leave a Reply