হবিগঞ্জ জেলার বানিয়াচং -আজমিরীগঞ্জ সড়কে চলাচলরত সিএনজি স্ট্যান্ড দখল ও শ্রমিকদের নিকট চাঁদা দাবির প্রতিবাদে অবরোধ করেছেন শ্রমিক-মালিকরা।
বুধবার সকাল থেকে এ প্রতিবেদন দুপুর ১২টায় লেখাকালে হবিগঞ্জ সদর থানার সামনে অবরোধ চলে।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা সিএনজি মালিক সমিতির যুগ্ম সম্পাদক আলমগীর, হবিগঞ্জ সদর উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি সাহাবুদ্দিন ও সম্পাদক জুয়েল, স্ট্যান্ড ম্যানেজার কামাল ও বুরহান উদ্দিন, শ্রমিক নেতা জুয়েল, তৈবব আলী, আমির আলী, সপন, হাবিব, জলিল প্রমুুখ।
এসময় বক্তারা বলেন, হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজানের দলীয় লোক হাবিব খানকে দিয়ে দখল করে রাখা হয়েছে। প্রতিদিন শ্রমিকদের কল্যাণে ৯ হাজার টাকা চাঁদা নেয়া হয়, যা প্রতিমাসে হয় ২ লাখ ৭০ হাজার টাকা। অথচ শ্রমিক কল্যাণে ব্যায় হয় না।
এসব অনিয়মের প্রতিবাদে অবরোধ করেন। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসন এর হস্তক্ষেপে পরিস্থিতি ঠিক হয়।
Leave a Reply