নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ হাতিয়া উপজেলা শাখার বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন।
সাক্ষাৎকারে তারা জানান -আমরা আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য হাতিয়া উপজেলাতে যতরকম পদক্ষেপ প্রয়োজন তা আমরা নিব। আমাদের নেতা মোহাম্মদ আলী সাহেব ও আয়েশা ফেরদৌস এমপি, যেসব নির্দেশনা দিবে তা আমরা মেনে চলবো,। তাছাড়া প্রতিটি ইউনিয়নে আমরা কমিটি দিতেছি, ইতিমধ্যে অনেক গুলো ইউনিয়নের কমিটির গঠন করছি।
আমরা চাই আগামী প্রজন্মে যারা ছাত্রলীগে আসবে তারা যেন নতুন রুপে গড়ে উঠে।
হাতিয়া উপজেলাতে ছাত্রলীগের নেতা কর্মীরা সব সময় জনতার পাশে দাঁড়াই। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের এক মাত্র লক্ষ্য।
তাছাড়া- আগামী নির্বাচন কে সামনে রেখে হাতিয়াকে নিয়ে যারা অপকর্ম করে বা গুজব রটায় এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে হাতিয়া উপজেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত আছে। এবং আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার নৌকার বিজয় ও মোহাম্মদ আলী সাহেবের বিজয়ের জন্য রাজ পথে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
তারা আরো বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মীরা অবিচল। ছাত্রলীগ সব ভুল সংশোধন করে আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে।
Leave a Reply