নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫ জন এইচএসসি পরিক্ষার্থী সিএনজি দিয়ে পরীক্ষার হলে আসার সময় পৌরসভার দ্বীপ উন্নয়ন সংস্থা সংলগ্ন প্রধান সড়কে ২২ (আগস্ট মঙ্গলবার) সকাল ৯টার সময় এক্সিডেন্ট করেন, ঘটনাটি শুনে হাতিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ হাতিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাসপাতালে দ্রুত নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এই সময় এক্সিডেন্টের বিষয়ে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী কে বললে তাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে পরীক্ষার বিশেষ ব্যাবস্থার সুযোগ করা হয় ,পরীক্ষা শেষে তাদের মেডিক্যাল চেকআপ ও বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত হাতিয়া উজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন, দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন,সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন।
এই সময় ছাত্রলীগের মানবিক কর্মকান্ড দেখে ফেইসবুকে হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন লেখেন- ছাত্রলীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও এভাবে শিক্ষার্থীদের যে কোন বিপদ আপদে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।
Leave a Reply