নোয়াখালীর হাতিয়ায় দুস্থ্য অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কোষ্টগার্ড। শনিবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার কোষ্ট গার্ডের তমরদ্দি কন্টিজেন্ট ক্যাম্পে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
কোষ্টগার্ড সদস্যদের নিজস্ব তহবিল থেকে এ শীত বস্ত্র বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন কোষ্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে: বিশ্বজিৎ বড়ুয়া। হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৩নং ও ৬নং ওয়ার্ডের নিন্ম আয়ের দুই শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
এ ব্যাপারে হাতিয়া স্টেশন কমান্ডার লে: বিশ্বজিৎ বড়ুয়া বলেন, কোষ্ট গার্ড উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন কাজ করে আসছে। ইতিমধ্যে করোনা মহামারিতে কোষ্টগার্ড নিন্ম আয়ের সাধারণ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করছে।
Leave a Reply