নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়ার আয়োজন করেন হাতিয়া উপজেলা ছাত্রলীগ, ও পৌরসভা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী সড়কে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার জন্মদিন উপলক্ষে র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করেন। উপজেলার প্রদান সড়ক প্রদক্ষিণ করে হাতিয়া উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে এসে কেট কাটা ও দোয়ার আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন – হাতিয়ার সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন, হাতিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ,জেলা যুবলীগের সদস্য, জিল্লুর রহমান, হাতিয়া পৌর যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ইউনুস উদ্দিন। হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি, ওমর ফারুক ফারুক। দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন।পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply