নোয়াখালীর হাতিয়া উপজেলাকে শতভাগ বিদ্যুৎ আওয়তায় আনার জন্য একনেকে ২৬৫ কোটি টাকা অনুমোদন হয়েছে।
উল্লেখ্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৯টি প্রকল্পের অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া১৯টি প্রকল্পের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে।
সেগুলো হলো— ‘চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চল এবং কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি’র সঞ্চালন অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প এবং ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়েরও তিটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।
হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন বলেন-ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই হাতিয়ার গণ মানুষের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব ও প্রিয়নেত্রী জনাব আয়েশা ফেরদাউস এম.পি কে।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলী বলেন- হাতিয়া একসময় বিদ্যুৎবিহীন ছিল। আমাদের প্রচেষ্টায় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা সরকারের উদ্যোগে আজ হাতিয়া বাসীর বিদ্যুৎ পাচ্ছে। আবারো শতভাগ বিদ্যুতায়নের জন্য বাজেট অনুমোদন হয়েছে। হাতিয়া বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এমপি মুঠোফোনের মাধ্যমে বলেন- হাতিয়াবাসীর অনেক চাওয়া পাওয়া ছিল আমরা যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে তাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করতে কাজ করছি। কিছু দিন আগে আমাদের নদী ভাঙন রোধ ব্লক বাঁধের অনুমোদন হয়েছে আজ শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ২৬৫ কোটি টাকা হাতিয়ার জন্য অনুমোদন করছেন। আমাদের হাতিয়া বাসীর কৃতজ্ঞতার শেষ নেই। আবারো তাদের পক্ষথেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার প্রতি।
Leave a Reply