আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারন জনগনের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার পক্ষে গণসংযোগ করছেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক।
তারই ধারাবাহিকতায় ১৫ জুন বৃহস্পতিবার বৈকালে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের পয়না বাজারে এলাকার তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিতিতে সাধারণ জনগণকে একত্রিত করে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় নিয়ে আসার জন্য নৌকায় ভোট চেয়ে নওগাঁর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে।
জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন কথা বলেন। তিনি আরো বলেন, অন্যান্য এলাকার তুলনায় নওগাঁর উন্নয়ন অনেকটাই কম হয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি। আমরা চাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় নেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নেতাকে দলীয় মনোনয়ন প্রদান করুক যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। যার কাছে সাধারণ মানুষ কষ্টের কথা বলতে পারবেন। এমন নেতা যেন মনোনয়ন না পায় যার সাথে দেখা করতে দিনের পর দিন ঘুরতে হয়।
তিনি আরো বলেন, আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নওগাঁ বাসীর উন্নয়নের লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রদান করেন ইনশাআল্লাহ মরহুম জননেতা আব্দুল জলিল সাহেবের নওগাঁর উন্নয়নে কাজ করবো।
উক্ত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান সহ অনেকেই।
Leave a Reply