নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের গ্রেফতার ও সর্ব্বোচ্চ বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাকিমপুর (হিলি) প্রেসক্লাবরে সামনে মানববন্ধন শেষে ধর্ষণ ও নিপিড়ন বন্ধে তারণ্য শক্তির ব্যানারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, তারন্য শক্তির উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, ইশরাত এ্যানী, সোহানা ইফ্ফাত বষা, ফারজানা আখি, মিল্লাত আহমেদ এবং হাকিমপুর ভাউন্ডেশনের সোহাগ।
এ সময় বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের ক্রস ফায়ারের আওতায় আনতে হবে।
তারা আরও জানান, যারা মানবন্ধনের দাবিতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকেও আইনের আওতায় এনে জরীতদের এবং এর সঙ্গে ধর্ষকদের বিচার দাবি করেন।
Leave a Reply