হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
এ বিষয়টি জানান আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী।
এর আগে হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
হেফাজত আমির আল্লামা শফিকে চট্টগ্রাম থেকে বিকেল চারটায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি করা হয় ঢাকার আজগর আলী হাসপাতালে।
Leave a Reply