হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শীর্ষ পর্যায়ের নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জমিয়তে উলামায়ে ইসলামীর অন্যতম সদস্য। বুধবার বিকেল পাঁচটা ২০ মিনিটে রাজধানীর ভাটাড়া এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশেল ডিসি মো. আ. আহাদ জানান, আজ বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি’র ডেমরা জোনাল টিমের টিম লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
Leave a Reply