কক্সবাজারে টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ১০০ ভরি ওজনের সাতটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, রোববার সকালে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ি তল্লাশি করেন।
এ সময় আবদুল গণির শরীর তল্লাশি করা হয়। তার প্যান্টের বেল্টের ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৯৯ ভরি ১১ আনা। এসব স্বর্ণের বিপরীতে বৈধ কোনো কাগজপত্র না থাকা এবং সরকারি শুল্ক ফাঁকি দেয়ায় তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। আটক আব্দুল গণি (৪৬) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আফজাল নগর এলাকার মৃত সিদ্দিক আহমেদের ছেলে।
Leave a Reply