নাশকতা, ধর্ষণসহ ছয় মামলায় রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুলহককে কাশিমপুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১৮ দিনের রিমান্ড শেষে আজ শনিবার (০৫ জুন) সকালে মামুনুলকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে ভার্চুয়াল শুনানিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওছার আলম।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সহিসংতার ও গাড়ি পোড়ানোর দুটি মামলায় মামুনুল হককে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আরেক মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ছাড়া তার রিসোর্ট-সঙ্গিনী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলাসহ তিন মামলায় মামুনুলকে ৯ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
Leave a Reply