নওগাঁয় আওয়ামী লীগের দুর্দিনে শ্রদ্ধেয় মরহুম নেতা আব্দুল জলিল ভাই আমাকে বলেছিল, শিষাণ আমার পৌরলীগ খুব দুর্বল তোকে দায়িত্ব দিচ্ছি তুই আমার পৌর লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করা। তখন থেকে এ পর্যন্ত প্রায় ১৮ বছরের পরিশ্রমে নওগাঁ পৌর আওয়ামী লীগকে পৌর-লীগের নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী নওগাঁ পৌর আওয়ামী লীগ গঠন করতে পেরেছি।
নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ সদর-৫ আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ বাদল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, শৈলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা শ্রী নারায়ন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লেবু ও জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দেওয়ান ছেকার আহমেদ শিষাণ তার বক্তব্যে আরো বলেন, আজকের এই মতবিনিময় সভায় আমি এবং আরো একজন মনোনয়ন প্রত্যাশী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক একসাথে আপনাদের সামনে এসেছি কারণ আমরা আওয়ামী লীগকে ভালবাসি। আমরা চাই আওয়ামী লীগের দূর্দিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক। বর্তমানে আমরা লক্ষ্য করছি নওগাঁর আওয়ামী লীগের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে নতুন নতুন হাইব্রিড নেতাদের মূল্যায়ন করা হচ্ছে যা খুবই দুঃখজনক।
আমরা দুইজন মনোনয়ন প্রত্যাশী একই মঞ্চে আপনাদের সামনে এসেছি আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের একই মঞ্চে নিয়ে আসার জন্য, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য। আমাদের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তার হয়ে কাজ করবো ইনশাল্লাহ। আবারো নৌকা প্রতীককে জয়যুক্ত করে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগ সরকার কে ক্ষমতায় আনবো ইনশাল্লাহ।
Leave a Reply