ই-কমার্সের নামে ২৬৮ কোটি টাকা প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর কলাবাগান থেকে গত ২৬ অক্টোবর এফ হক টাওয়ার থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার মোহাম্মদুপুর থেকে মূলহোতা আলামিন প্রধান ও মো. জসীমকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারের পুলিশ জানায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি কোম্পানি ই-কমার্সের নামে অনলাইনের মাধ্যমে মাল্টিলেভেল মার্কেটিং করে আসছিল। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অধিক কমিশন দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলো।
অভিযোগের ভিত্তিতেই এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। কোম্পানিটির কোনো লাইসেন্স ছিল না বলেও জানায় পুলিশ।
Leave a Reply