আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯৪টি ইউপিতে চেয়ারম্যান নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গণভবনে শনিবার সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধি বোর্ডের যৌথ বৈঠক থেকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক চিঠিতে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা গণমাধ্যমের কাছে পাঠায়।
প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৭৭টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ।
১৫ মার্চ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বসবে আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। সেদিন বাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হবে।
১১ এপ্রিলকে ভোটের দিন নির্ধারণ করে ৩ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
প্রথম ধাপে ৩০টি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট হবে। বাকিগুলোয় ব্যালট পেপারে হবে। একই তফসিলে ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভায় ভোট হবে ইভিএমে।
চেয়ারম্যান পদে নির্বাচন হবে দলীয় প্রতীকে। ইতিমধ্যে ইউপি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিএনপি।
দেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। ২০১৬ সালের ২২ মার্চ থেকে জুনের মধ্যে ছয়টি ধাপে ইউনিয়ন পরিষদগুলোতে ভোট হয়।
১১টি পৌরসভায় মেয়র প্রার্থী যারা
ইউনিয়ন পরিষদের পাশাপাশি সেদিন ১১টি পৌরসভাগুলোতেও ভোট হবে।
আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা: পঞ্চগড়ের দেবীগঞ্জে গিয়াসউদ্দীন চৌধুরী, দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জে মো. আসলাম, যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় সুশান্ত কুমার দাস, ঝালকাঠিতে লিয়াকত আলী তালুকদার, ফরিদপুরের ভাঙায় এ এফ এম ডি রেজা, কক্সবাজারের চকরিয়ায় আলমগীর চৌধুরী, কক্সবাজারের মহেশখালীতে মকসুদ মিয়া, ফেনীর সোনাগাজীতে রফিকুল ইসলাম খোকন, নোয়াখালীর কবিরহাটে জহিরুল হক রায়হান, কুমিল্লার লাঙ্গলকোটে আব্দুল মালেক এবং চট্টগ্রামের বোয়ালখালীতে জহুরুল ইসলাম।
Leave a Reply