জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ২ দিনের সাংগঠনিক সফরে পঞ্চগড়ে যাচ্ছেন। আগামী ২৩ সেপ্টেম্বর তিনি জাতীয় পার্টির কেন্ত্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উত্তরাঞ্চলের সফরে যাচ্ছেন তিনি।
এই সফরে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সফর সঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা জনাব এ্যাডঃ নুরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ পনির উদ্দিন আহমেদ এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এবং রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির এবং জাতীয় ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন।
২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় রাজধানীর বনানী বাসভবন হতে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সকাল ৮টায় ইউএসবাংলা এয়ারলাইন্সের একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।
সকাল ৯টায় সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছবেন। সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড় সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা করবেন। দুপুর ২টায় সফরসঙ্গী সহ সার্কিট হাউজে পৌঁছবেন। বিকাল ৩ টায় পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা জাতীয় পার্টি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সন্ধ্যা ৭টায় তেঁতুলিয়ার উদ্দেশ্য রওনা করবেন জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রাতে তেঁতুলিয়ায় জেলা পরিষদ গেস্ট হাউসে রাত্রী যাপন করবেন।
২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় তেঁতুলিয়া গেস্ট হাউসে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করবেন। বেলা ১১টায় জাতীয় ছাত্রসমাজ আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
Leave a Reply