দ্বিতীয় ধাপে ৫৭টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করবে কমিশন।
আজ রবিবার কমিশনের ৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণা করে ইসি। এ হিসাব অনুযায়ী চার ধাপে ১৯৬টি পৌরসভায় ভোট হেতে যাচ্ছে।
সভা শেষে ইসির সিনিয়ার সচিব মো. আলমগীর ভোটের তারিখ সম্পর্কে বলেন, জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয় ও শেষ দিকে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধোপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেয়া হবে। প্রত্যেক ধাপে ৩০টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি পৌরসভাগুলোকে ব্যালট পেপারে ভোট হবে।
ইসি সচিব আরও জানান, শীতকালে দিন ছোট হওয়ায় বিষয়টি বিবেচনায় সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
তিনি বলেন, কোন ধাপে কোন পৌরসভা নির্বাচন হবে- তা কমিশন সিদ্ধান্ত নেন। এখানে কারও তদবির বা প্রভাবের কারণে পৌরসভায় আগে বা পরে ভোট হয় না।
Leave a Reply