৬১ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। শুক্রবার, আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ১৬ই জানুয়ারি হতে যাওয়া দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল ৩০৫ জন।
এরমধ্যে তৃণমূল থেকে পাঠানো তালিকার বাইরে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সুপারিশে অর্ধশতাধিক প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন।
প্রথম ধাপে ৬১ টি পৌরসভায় মেয়র পদে প্রতিটি পৌরসভায় গড়ে পাঁচজনের বেশী সংশ্লিষ্ট জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক সাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীর বাইরে অন্য কারো কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেনি দলটি। তবে দ্বিতীয় ধাপে এই কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়। তৃণমূল থেকে পাঠানো তালিকা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাসহ যেকোন কেন্দ্রীয় সিনিয়ার নেতার সুপারিশে আবেদনপত্র কেনার সুযোগ রাখা হয়।
Leave a Reply