হবিগঞ্জের বানিয়াচংয়ে অলিদ মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই শিশু সংকটাপন্ন অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্ত যুবক উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা দিঘির পাড়ের মোতাহের মিয়ার ছেলে।
শনিবার (২১ আগস্ট) বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে। ওই শিশুর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকালে অলিদ মিয়া ওই শিশুকে ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মা-বাবার নজরে আসে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।
Leave a Reply