জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার মৌজার বয়েজ উদ্দিন এর পুকুর সংলগ্ন বাগভান্ডার ভোট হাট গামী পাঁকা রাস্তার উপর ফেলে যাওয়া ০২ টি ব্যাগ হতে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ এপ্রিল) ভোর রাতে এস আই আঃ রহিম এর নেতৃত্বে, এ এস আই পরিতোষ কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভূরুঙ্গামারী থানাধীন বাগভান্ডার মৌজার বয়েজ উদ্দিন এর পুকুর সংলগ্ন বাগভান্ডার ভোট হাট গামী পাঁকা রাস্তার উপর ফেলে যাওয়া ০২ টি ব্যাগ হতে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মানিককাজী এলাকার মৃত জাফর আলীর পুত্র আশরাফ আলী (৪৫) পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান কালে রাস্তায় ফেলে রাখা ২ টি ব্যাগ হতে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আশরাফ আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply