জাতীয় পত্রিকা সাপ্তাহিক তথ্যবাণীর রাজশাহী জেলা প্রতিনিধি, ও অনলাইন পত্রিকা দৈনিক স্বদেশ প্রত্যয়, দৈনিক সকাল প্রতিদিন,Vission Stv, দৈনিক বাংলার অধিকার,দৈনিক আমার বাংলা ২৪.কম,দৈনিক গণ পত্রিকা,দৈনিক বাংলার গণজাগরণ২৪.কম,দৈনিক দেশের তথ্য,দৈনিক সত্যি কথা, ও বহুল প্রচারিত অনলাইন www.bdkhabar24.com এর রাজশাহী প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেনের মা গুরুত্তর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার মাকে নিয়ে সে ভর্তি হোন রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালে ।দীর্ঘ ৩ মাস পবা উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ থাকেন এবং পুনরায় সে রোগ আবারো বৃদ্ধি পেয়ে গুরুতর আকার ধারণ করে, তাই পবা উপজেলা স্বাথ্য কমপ্লেক্সের প্রধান ডাঃরাবিয়া বসরী অনেক পরিক্ষা করতে দেন এবং সে পরিক্ষায় যক্ষা রোগ ধরা পড়েন।এবং সেখানে তার জন্য মেডিকেল ক্যাম্প গঠন করেন পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল প্রধান ডাঃরাবিয়া বসরী। তার পরামর্শে তাকে রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি চিকিৎসাধিন অবস্থায় আছেন। বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল প্রধান ডাঃমজিবর রহমান জানান-আগের তুলনায় তিনি এখন অনেক ভালো আছেন দীর্ঘ দিন নিয়মিত চিকিৎসা ও ডাক্তারের মরামর্শ নিলে তিনি দ্রুত ভালো হয়ে যাবেন।সাংবাদিক জাকির হোসেনের মা শিউলী বেগম একজন পরিশ্রমি নারী কর্মী । তিনি পেশায় একজন গৃহিনী ছিলেন। তিনি পবা উপজেলা নারী উদ্যোক্তা ও সমাজকর্মী ছিলেন। এক বছর যাবত তিনি বক্ষব্যাধি ও নানান জটিল রোগের কারনে হঠাৎ তার পুরা শরীরে গুটি গুটি চর্ম রোগের ঘা দেখা দায়। এবং সেটি পুরা শরীরে ছড়িয়ে পড়ে গুরুতর আকার ধারণ করে।তাই সাংবাদিক জাকির হোসেন সবার কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেন।
Leave a Reply