পবিত্র ঈদুল আযহার উপলক্ষে “আক্তার মিয়ার হাটের ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিনের পক্ষ থেকে সকল ব্যবসায়ী ও মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ এবং দেশ ও দেশের বাহিরে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।
তাছাড়া তিনি -‘আল হেলাল ফলের আড়ৎ এর মালিক’ তার দোকানে বিভিন্ন ধরণের ফল বিক্রি হয়।তিনি গত কয়েক বছর ধরে ফল ব্যবসার সাথে যুক্ত আছেন
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
Leave a Reply