কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১৭ হাজার ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ।
চট্টগ্রাম কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাজারে অভিযান চালায়। এসময় একটি পিকআপ তল্লাশি করে পেছনের বক্সের বাম্পারে ঝালাই করা ফিটিং থাকা অবস্থায় ১৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ পিকআপটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও পিকআপ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
Leave a Reply