নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রোকসানা মোত্তজা লিলিকে জয়ী করতে রাত দিন প্রচার চালাচ্ছেন থানা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীবৃন্দ।
রোববার ০৯ জানুয়ারি বিকালে গোপালপুর বিএম কলেজ মাঠে নির্বাচনী পথসভায় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী , নাটোর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, সদস্য উপধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি, সাধারণ সম্পাদক আশরাদ হোসেন সাদি প্রমূখ।
পথসভায় বক্তব্যরা গোপালপুর পৌরসভার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট চান। এ সময় স্থানীয় নেতা-কর্মীরাসহ সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
Leave a Reply