নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় নগরীর মাদক কারবারি সুজন হাওলাদারকে ৬ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সুজন রুপাতলী সড়কের শাহজাহান হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় সুজন আদালতে অনুপস্থিত ছিল।
বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির জানান, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ডিএডি বিদ্যুৎ কুমার রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে রুপাতলী সবুজ খানের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ সুজনকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ৩১ মার্চ তদন্তকারি কর্মকর্তা এসআই সমীরন মন্ডল আদালতে চার্জশীট জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় ঘোষণা করেন।
Leave a Reply