করোনা আক্রান্ত হয়েছেন ইংলিশ পেসার ডেভিড উইলি। ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় করোনা পজেটিভ এলো এই ক্রিকেটারের। তবে কেবল ডেভিড উইলি নয়, তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। ইংলিশ এই ক্রিকেটার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিশ্চিত করেছেন। নিজের টুইটে উইলি জানিয়েছেন, ‘আমি এবং আমার স্ত্রী, দুজনেরই করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সামনের ম্যাচগুলো মিস করতে হবে বলে আমি বিপর্যস্ত।’
এই মুহূর্তে ১৪ দিনের আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। তবে উইলি একা নয়, ভাইটালিটি ব্লাস্টের ম্যাচ মিস করবেন আরও তিন ক্রিকেটার। উইলির সংস্পর্শে আসায় ইয়র্কশায়ারের ম্যাথিউ ফিশার, টম কোহলার-ক্যাডমোর এবং জশ পসিডেনকেও থাকতে হবে আইসোলেশনে।
Leave a Reply