যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতারুজ্জামান মিলনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার গণমাধ্যমের কাছে এসেছে।
ওই চিঠিতে বলা হয়েছে- আখতারুজ্জামান মিলন হাকিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য হিসেবে এলাকার বিভিন্ন লোকের নিকট হতে খাদ্যবান্ধব কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।
জেলা প্রশাসক, যশোরের সুপারিশ মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত এবং (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারার অপরাধে স্বীয় পদ হতে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না- সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল।
এর আগে ওই ওয়ার্ডের ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মেম্বার আক্তারুজ্জামান মিলনের বিরুদ্ধে অভিযোগ করেন, যা দুদকের নির্দেশে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল তদন্ত করে সত্যতা পান।
Leave a Reply