আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। কুড়ি ওভারের বিশ্বমঞ্চের লড়াই শুরু হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে । আগামী ১৭ অক্টোবর প্রথম দিনই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
শুরুতে টুর্নামেন্টের প্রথম পর্বে অংশ নেবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল সবুজদের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের সবগুলো ম্যাচ ওমানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ১৯ ও ২১ অক্টোবর টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।
প্রথম পর্বে ‘এ’ গ্রুপের দলগুলো হল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের চাম্পিয়ন এবং রানার্সআপ দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলবে গ্রুপ টুতে । এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। রানার্সআপ হলে সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ হবে গ্রুপ ওয়ানে থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৩ অক্টোবর থেকে। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই পর্বে প্রথম ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। একইদিনে বিকেলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মোকাবেলা করবে।
সুপার টুয়েলভে শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দুটি হবে আগামী ১০ এবং ১১ নভেম্বর। ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। নকআউট পর্বের সবগুলো ম্যাচের ভেন্যু দুবাই।
Leave a Reply