নাটোরের সিংড়ার ছোট চৌগ্রামে কলেজ ছাত্রী নুসরাত জাহান তৃপ্তির লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। সে হোমিও চিকিৎসক আওয়াল হোসেনের ছোট কন্যা। এবার সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজ থেকে এইসএসসি পাশ করেছে। হত্যা না আত্নহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্য কানাঘুষা চলছে।
প্রতিবেশিরা জানায়, তৃপ্তি মেধাবি শিক্ষার্থী ছিলো, সে এসএসসি তে জিপিও- ৫ পায়।
এলাকায় সবার সাথে তাঁর সৎ ব্যবহার ছিলো।
বুধবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে। তাঁর গলায় ফাঁসের দাগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা ও মা থানায় নিয়ে আসে পুলিশ।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি ও সহকারী পুলিশ সুপার জামিল আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুসরাত জাহানের শোবার ঘরে মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোক স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকান্ডের রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে অধিকতর তদন্তের জন্য রাজশাহী ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
Leave a Reply