নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক দুইদিনের মঙ্গল ও বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত সচিব ও কম্পোনেন্ট-১ প্রকল্পের যুগ্ম পরিচালক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর।
কর্মশালায় বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান। এ সময় আলোচনা অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, জেলা তথ্য অফিসের উপ-পরিচারক আল ফয়সাল, সাংবাদিক ভজন দাস, চন্দন চক্রবর্তী।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোহছেন উদ্দিন, মোঃ আবুল হাসেম, রিফাত আরা, মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রোগ্রামার ফরিদ উদ্দিন আহমেদ খন্দকার, মিতালি সংঘের সম্পাদক এটিএম আব্দুর রাজ্জাক, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর বলেন, আমরা ইচ্ছে করলেই সবাইকে আইসিইউ এবং দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারব না, কিন্তু আমরা সচেতনতা সৃষ্টি করে করোনার বিস্তার কমিয়ে আনতে পারব। করোনা পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ, সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply