ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এবং এএফসি এশিয়ান কাপ চীন-২০২৩-এর বাছাইপর্বে গ্রুপ-ই-তে চারটি ম্যাচের একটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিপক্ষ কাতার।
দেশটির সাথে ম্যাচটি কোভিড-১৯ মহামারির কারণে এর আগে দুই বার পিছিয়ে যায়। এবার তা আগামী ৪ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে।
ম্যাচটি আয়োজনের জন্য কাতারের আবেদনের পরে বাংলাদেশের সম্মতিতে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাতার-বাংলাদেশ গ্রুপ ম্যাচের জন্য আগামী ৪ ডিসেম্বর নতুন সময়সূচির অনুমোদন দিয়েছে।
গ্রুপ-ই-এর বাকি ম্যাচগুলো এ বছরের মার্চ-এপ্রিলের হওয়ার কথা থাকলেও পরে অক্টোবর-নভেম্বরে পিছিয়ে দেয়া হয়। তবে দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির কারণে পূর্বে ঘোষিত সময়সূচি আবারও পিছিয়ে দিতে হয়।
স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে বাংলাদেশ ঘরের মাঠে যথাক্রমে ৮ অক্টোবর এবং ১২ ও ১৭ নভেম্বর আফগানিস্তান, ভারত ও ওমানের সাথে খেলার কথা ছিল। আর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের সাথে দোহার খেলাটি ১৩ অক্টোবর হওয়ার কথা ছিল।
এখন কাতারের বিপক্ষে ম্যাচটি বাদে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচের সময়সূচি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: ইউএনবি
Leave a Reply