সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান ও মাদকসহ নানা বিষয়ে আলোচনা করা হবে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। শনিবার সকাল সাড়ে ৮টায় সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। ঐ দিনই বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বিএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সরাইলের উত্তর-পূর্ব রিজিয়ন তাদের অভ্যর্থনা জানায়। এরপর সড়কপথে প্রতিনিধিদল সুলতানপুর ব্যাটালিয়নে আসেন এবং সেখান থেকে বিজিবির হেলিকপ্টারে করে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম তেজগাঁও বিমানবন্দরে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাসহ অন্যদের অভ্যর্থনাসহ ফুল দিয়ে বরণ করেন।
Leave a Reply