একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী চক্রের দোসরদের প্রতিহত করার শপথ গ্রহনের মধ্যে দিয়ে বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীর বেগমগঞ্জে মহান বিজয় দিবস পালন করেছে। সকালে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
এ সময় চৌমুহনী পাবলিক হল চত্ত্বরে প্রথমে বেগমগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও তৎসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে এবং আওয়ামীলীগের পক্ষে আলহাজ¦ মামুনুর রশিদ কিরণ। পরে উপজেলা প্রশাসন, চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ মডেল থানা, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, নোয়াখালী সাংবাদিক ইউনিটি, চৌমুহনী প্রেস ক্লাব সহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, পুষ্পস্তবক অর্পন করেন।
এতে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ নির্বাহী অফিসার শামছুন নাহার, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, বিএনপি নেতা মঞ্জুরুল আজিম সুমন, জাকের পার্টির নেতা বাহার উদ্দিন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার সেন, সাংবাদিক আবদুর রহিম, বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) রুহুল আমিন প্রমুখ।
Leave a Reply