দেড় মাসের মাথায় রেকর্ড ভেঙে দেশে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার গণমাধ্যমকে জানায়, এই প্রথম বৈদেশিক মুদ্রার মজুত ৪২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করল। এদিন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ অবস্থান করছিল ৪২ দশমিক ০৩ বিলিয়ন ডলারে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
সর্বশেষ গত ২৮ অক্টোবর এই মজুত আরেকটি বিলিয়ন ডলারের ঘর টপকে ৪১.০৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। গতবছর এসময় মজুতের পরিমাণ ছিল ৩২.৩৯ বিলিয়ন ডলার।
Leave a Reply