কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংবাদ প্রকাশের প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়ার জেরধরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দিয়েছেন এশিয়ান বাংলা নিউজ (অনলাইন পোর্টাল) এর সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু।
জিডি সুত্রে জানা যায়, সোমবার ( ৭ মার্চ) দুপুর ২ টা ১১ মিনিটে অধরাধ কন্ঠ পত্রিকার ইনভেস্টিগেশন কলার , জাতীয় অগ্রযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার লুৎফর রহমান লিটনকে কে ০১৭১৮২৮২০৮৪ এই মোবাইল নম্বর দিয়ে তার হাত, পা ভাঙ্গাসহ প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যপারে ভূরুঙ্গামারী থানায় হাজির হয়ে সাধারন ডায়েরিও করেছে ভুক্তভোগী সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক লুৎফর রহমান লিটন জানান, বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা’র সভাপতি আনোয়ার হোসেন আরিফের নির্দেশক্রমে যত্ন প্রকল্পের বজলুর রশিদের অনিয়মের নিউজের শিরোনাম ‘ভূরুঙ্গামারীতে যত্ন প্রকল্পের ব্যপক অনিয়ম’ নিউজ এর মোবাইল ফোনে সাক্ষাৎকার নেওয়ার জের ধরে এশিয়ান বাংলা নিউজ (অনলাইন পোর্টাল) এর সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু ক্ষিপ্ত হয়ে সমবার দুপুর ২ টা ১১ মিনিটে ০১৭১৮২৮২০৮৪ এই মোবাইল নম্বর দিয়ে তার হাত, পা ভাঙ্গাসহ প্রাণনাশের হুমকি দেয়।
পরে ভুক্তভোগী সাংবাদিক বুধবার বিকালে ভূরুঙ্গামারী থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। যাহার জিডি নং ৩২৬
এই অডিও বিষয়ে জানতে এশিয়ান বাংলা নিউজ (অনলাইন পোর্টাল) এর সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জুকে ফোন করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এই বিষয়ে লিটনের সাথে গালাগালিতো দুরের কথা তার সাথে আমার কোন কথাই হয় নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জিডি’র বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply