নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের পর জিম্মি করে টাকা দাবির অভিযোগে সবুজ দেবনাথ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়েরের পর যুবক সবুজকে পুলিশ গ্রেফতার করে।
আটককৃত সবুজ দেবনাথ বন্দর ফায়ার সার্ভিস গলির বাসিন্দা স্বপন দেবনাথের ছেলে। সবুজ সনাতন ধর্মাবলম্বী।
ভুক্তভোগী ওই শিক্ষিকার অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার বড় ভাইয়ের বন্ধু সবুজের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে সবুজ তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণ করেছে এবং বিষয়টি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে জিম্মি করে তার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি তার কিছু আপত্তিকর ছবিও সবুজ তার মুঠোফোনে সংরক্ষণ করে রেখে দেয়। কিন্তু বারবার বিয়ে করার কথা বলার পরও সবুজ তাকে বিয়ে না করায় পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। যার ফলে সবুজ তার স্বামীর মুঠোফোনে সেই আপত্তিকর ছবিগুলো পাঠিয়ে দেয়। এতে তার সংসারে অশান্তি সৃষ্টি হয়। সবুজ এসব আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকাও দাবি করে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত সবুজ দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply